Sentence Making with “Have”.
Have শব্দটি দিয়ে প্রয়োজনীয় কিছু বাক্য দেখুন এবং বাক্যগুলো কি বোঝায় সেগুলো জানুন।
এবং অবশ্যই চেষ্টা করুন বাক্যগুলো কারো সাথে চর্চা করার।
Have Fun- আনন্দ বা মজা করা।
I have time- আমার সময় আছে।
I have won- আমি জিতে গেছি।
I have returned – আমি ফিরে এসেছি।
I have finished – আমি শেষ করেছিলাম।
Do you have time?- তোমার কি সময় আছে?
Have you gone mad?- তুমি কি পাগল হয়ে গেছো?
We have two daughters- আআমাদের দুটো মেয়ে আছে।
They have twin daughters – তাদের দুটো জমজ মেয়ে আছে।
I have evidence- আমার কাছে প্রমাণ আছে।
I have no words to say- আমার বলার কিছুই নাই।
Times have changed – সময় বদলে গেছে।
We have failed- আমরা অসফল/ব্যর্থ হয়েছি।
I have class tomorrow – আমার আগামীকাল ক্লাস আছে।
Have you finished it?- তুমি কি শেষ করেছো এটি?
What have you found? – তুমি কি পেয়েছো?
497 total views, 1 views today