854 Views
For the sake of – খাতিরে
For the sake of একটি phrase word. নিচে কিছু অনুবাদ দেওয়া হল-
আমি ইংরেজি শেখার খাতিরে এখানে আসি৷
-I come here for the sake of learning English.
তুমি কম্পিউটার শেখার খাতিরে সেখানে যাও।
– You go there for the sake of learning computer.
আমি আত্বিয়তার খাতিরে তোমার বাড়িতে বেড়াতে আছি৷
– I visit your home for the sake of keeping kinship.
নম্রতার খাতিরে আমি তাকে সাহায্য করেছি।
-I helped him for the sake of humility.
তিনি আমাদের শেখানোর খাতিরে এখানে এসেছেন।
-He comes here for the sake of teaching us.
তোমার খাতিরে আমি তার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করিনি।
-I didn’t take any hard steps Against him for the sake of you.
683 total views, 1 views today